ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মদের দোকানের ১২ বোতল খেয়ে সাবাড় করে ফেলেছে ইঁদুর

বিশ্বে কত রকমই না অদ্ভুত কাণ্ড ঘটে। সম্প্রতি ভারতে ঘটে গেলো এমনই এক অদ্ভুত কাণ্ড। মদের দোকানের ১২ বোতল ওয়াইন একেবারে খেয়ে সাবাড় করে ফেলেছে ইঁদুর। এমনই  তথ্য জানিয়েছে সংবাদসংস্থা ইন্ডিয়া ডটকম।


তামিলনাডু রাজ্যের নিলগ্রিস জেলার গুডালুর শহরের কাদাম্পুঝা এলাকার সরকারিভাবে পরিচালিত টাসম্যাক লিকার শপের আউটলেটটি দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে বন্ধ ছিল। সোমবার (৫ জুলাই) কর্মচারীরা  দোকানটি খোলার পর দেখতে পান ১২টি ওয়াইনের বোতলের ছিপি খোলা এবং সেগুলোতে ইঁদুরের ছোট ছোট ধারালো দাঁতের কামড়ের সুস্পষ্ট চিহ্ন। ইঁদুরগুলো শুধু বোতল খুলেই ক্ষান্ত হয়নি বরং সেগুলোতে থাকা ওয়াইনও গিলেছে! বোতলগুলো খালি। ঘটনা প্রকাশ পাওয়ার পর আউটলেটের সুপারভাইজার ও টাসম্যাক লিকার শপের সিনিয়র কর্মকর্তারা তদন্ত করেন। তারা দেখতে পান যে, সেই দোকানে অনেক ইঁদুরের আনাগোনা। তদন্ত কর্তারা জানান, ওয়াইনের একেকটি বোতলের দাম ১৫০০ রুপি।    

ads

Our Facebook Page